ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ

সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jan 13, 2026 - 17:20
 0  3
ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তার ও জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। ঘন্টাব্যাপী চলা এই সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরইবাড়ী গ্রামের হাবিবুর রহমান তালুকদার এবং কবির খানের দলের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার ও জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে সোমবার সকালেও দুই পক্ষের মধ্যে একদফা উত্তেজনা ও সংঘর্ষ হয়। এর আগে দুদিন আগে কবির খানের পক্ষের লোক শহীদ খানকে মারধর করা হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত সরইবাড়ী গ্রাম ও স্থানীয় কবরস্থান সংলগ্ন সড়ক এলাকায় দুই পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র রামদা, ঢাল, সড়কি ও টেটা নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, সরইবাড়ী গ্রামে হাবিবুর রহমান তালুকদার গ্রুপ ও কবির খান গ্রুপের মধ্যে পুরোনো বিরোধ থেকে এই সংঘর্ষের সূত্রপাত। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow