সদরপুর মডেল মসজিদে কুরআন হাতে নিলো শিক্ষার্থীরা

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
Jan 13, 2026 - 17:23
 0  4
সদরপুর মডেল মসজিদে কুরআন হাতে নিলো শিক্ষার্থীরা

‎ফরিদপুরের সদরপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে কুরআন শিক্ষার শুভ সূচনা হয়েছে। মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন তুলে দেওয়া হয়।
‎সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় সদরপুর উপজেলা মডেল মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে কুরআন শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন শিক্ষক মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী। এসময় শিক্ষার্থীদের পবিত্র কুরআনের প্রথম পাঠ প্রদান করা হয়।

‎অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: রেজাউল করিম, ফিল্ড সুপারভাইজার; আলহাজ্জ মাওলানা আমির হোসেন, পেশ ইমাম, উপজেলা পরিষদ জামে মসজিদ, সদরপুর; এবং মাওলানা কারী সবুজ, মুয়াজ্জিন, সদরপুর উপজেলা মডেল মসজিদ।

‎অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, শিশুদের নৈতিকতা ও চরিত্র গঠনে কুরআন শিক্ষার গুরুত্ব অপরিসীম। শৈশবকাল থেকেই কুরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তুললে একটি আদর্শ মানবসম্পদ গড়ে উঠবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

‎অনুষ্ঠানের শেষপর্বে মুফতী রেজাউল করিম, পেশ ইমাম, সদরপুর উপজেলা মডেল মসজিদ দেশ, জাতি ও শিক্ষার্থীদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।
‎এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow