সদরপুর মডেল মসজিদে কুরআন হাতে নিলো শিক্ষার্থীরা
ফরিদপুরের সদরপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে কুরআন শিক্ষার শুভ সূচনা হয়েছে। মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন তুলে দেওয়া হয়।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় সদরপুর উপজেলা মডেল মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে কুরআন শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন শিক্ষক মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী। এসময় শিক্ষার্থীদের পবিত্র কুরআনের প্রথম পাঠ প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: রেজাউল করিম, ফিল্ড সুপারভাইজার; আলহাজ্জ মাওলানা আমির হোসেন, পেশ ইমাম, উপজেলা পরিষদ জামে মসজিদ, সদরপুর; এবং মাওলানা কারী সবুজ, মুয়াজ্জিন, সদরপুর উপজেলা মডেল মসজিদ।
অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, শিশুদের নৈতিকতা ও চরিত্র গঠনে কুরআন শিক্ষার গুরুত্ব অপরিসীম। শৈশবকাল থেকেই কুরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তুললে একটি আদর্শ মানবসম্পদ গড়ে উঠবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষপর্বে মুফতী রেজাউল করিম, পেশ ইমাম, সদরপুর উপজেলা মডেল মসজিদ দেশ, জাতি ও শিক্ষার্থীদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।
এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?
নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ