ফরিদপুরে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় জাতীয় যুব শক্তির লিফলেট বিতরণ ও গণসংযোগ
ফরিদপুরে ‘হ্যাঁ’ ভোটের সপক্ষে জনমত গঠনের লক্ষ্যে প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জাতীয় যুব শক্তি ফরিদপুর জেলা শাখা। মঙ্গলবার (আজ) বিকেলে শহরের হাসিবুল হাসান লাভলু সড়কের ‘৩৬ জুলাই চত্বরে’ এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচি চলাকালে সংগঠনের নেতৃবৃন্দ সর্বস্তরের জনগণের প্রতি আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানান। তাঁরা বলেন, দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি চিরতরে নির্মূল করতে হলে ‘হ্যাঁ’ ভোটের বিজয়ের কোনো বিকল্প নেই। বক্তারা আরও উল্লেখ করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সাধারণ মানুষ যে নতুন বাংলাদেশের প্রত্যাশা করেছিল, তা বাস্তবায়ন করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ‘হ্যাঁ’ ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় যুব শক্তি ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক জুনায়েদ মাহমুদ, সদস্য সচিব সাইম হোসেন এবং মুখ্য সংগঠক মোহাম্মদ রাকিবুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের ১নং যুগ্ম আহবায়ক মো. সোহেল সরদার, যুগ্ম সদস্য সচিব মহিউদ্দিন খলিফা রিফাত, এনামুল হক দুলাল, সায়েম ইসলাম, মোহাম্মদ তুষার বেপারীসহ জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে নেতৃবৃন্দ সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
What's Your Reaction?
জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ