ফরিদপুর-৪ আসনে ব্যতিক্রমী প্রচারণায় স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ
নির্বাচনী প্রচারণার চেনা পথ ছেড়ে একেবারেই ভিন্ন মাত্রা যোগ করলেন ফরিদপুর-৪ (সদরপুর, চরভদ্রাসন ও ভাঙ্গা) আসনের স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ। ভোটারদের কাছে যেতে তিনি বেছে নিলেন আন্তরিকতা আর সরলতার ভাষা—নিজ হাতে ঝালমুড়ি বানিয়ে খাওয়ালেন সাধারণ মানুষকে।
রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় চরভদ্রাসন উপজেলার আমলের ব্রিজ এলাকায় প্রচারণা চালানোর সময় এমন দৃশ্যের সাক্ষী হন স্থানীয়রা। লিফলেট বিতরণের একপর্যায়ে কিছুটা বিশ্রাম নিতে তিনি বসেন স্থানীয় একটি নির্মাণ সামগ্রীর দোকানে। সেখানেই উপস্থিত ভোটার ও পথচারীদের সঙ্গে আলাপচারিতার মাঝে হঠাৎ করেই বড় একটি গামলায় মুড়ি মেখে ঝালমুড়ি তৈরি করেন মুজাহিদ বেগ। মুহূর্তের মধ্যেই সেটি উপস্থিত সবার মাঝে বিতরণ করা হয়।
একজন সম্ভাব্য জনপ্রতিনিধির এমন সহজ-সরল ও ঘনিষ্ঠ আচরণে মুগ্ধ হন এলাকাবাসী। দোকানের মালিক মো. কামরুল হাসান অনুভূতি প্রকাশ করে বলেন,
“ঝালমুড়ি তো আমাদের নিত্যদিনের খাবার। কিন্তু আমাদের আসনের একজন প্রার্থী নিজ হাতে মুড়ি মেখে আমাদের খাওয়াবেন—এটা কখনো কল্পনাও করিনি। এর আগে কোনো প্রার্থীকে এভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশতে দেখিনি। এতে আমরা সবাই সত্যিই আনন্দিত।”
মুজাহিদ বেগের ঝালমুড়ি বানানোর ছবি ও ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। নেটিজেনদের অনেকে এ উদ্যোগকে ‘ভোটের রাজনীতিতে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত’ হিসেবে আখ্যা দেন।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ বলেন, “তফসিল ঘোষণার পর থেকে আমি নির্বাচন আচরণবিধি মেনেই প্রচারণা চালাচ্ছি। চরভদ্রাসনেই আমার জন্ম—এই এলাকার মানুষ আমার আপনজন। লিফলেট বিতরণের সময় একটু ক্লান্ত হয়ে দোকানে বসেছিলাম। তখন প্রিয় মানুষগুলো পাশে আসায় স্বতঃস্ফূর্তভাবেই ঝালমুড়ি মাখানো হয়। এটি কোনো পূর্বপরিকল্পিত প্রচারণা ছিল না।”
তিনি আরও বলেন, “জনপ্রতিনিধি হতে হলে আগে মানুষের মনের কাছাকাছি যেতে হয়। নির্বাচনে জয়ী হই বা না হই, আমি সবসময় আমার এলাকার মানুষের পাশে থাকতে চাই। তাদের সেবা করাই আমার জীবনের মূল লক্ষ্য।”
চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনে মুজাহিদ বেগের এই ব্যতিক্রমী প্রচার কৌশল ইতোমধ্যেই ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা ও আগ্রহের সৃষ্টি করেছে।
What's Your Reaction?
নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ