কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সাঙ্গুর রজত জয়ন্তী উদযাপন

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Dec 21, 2025 - 22:10
 0  1
কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সাঙ্গুর রজত জয়ন্তী উদযাপন

চট্টগ্রামের পাঠকপ্রিয় ও জনপ্রিয় দৈনিক সাঙ্গু পত্রিকার ২৫ বছরে পদার্পণ উপলক্ষে রাঙ্গামাটির কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রজত জয়ন্তী উদযাপন করা হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে কাপ্তাই পাঠক ফোরামের উদ্যোগে কাপ্তাইয়ের নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পড হাউসের কনফারেন্স রুমে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে উৎসবমুখর পরিবেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক সাঙ্গুর কাপ্তাই প্রতিনিধি রবিউল হোসেন চৌধুরী রিপন। মু. ওসমান গনি তনুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সাঙ্গুর প্রকাশক ও সম্পাদক কবির হোসেন সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাপ্তাইয়ের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবির খিয়াং, কাপ্তাই উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, কাপ্তাই উপজেলা জামায়াতে আমীর হারুনুর রসিদ, কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাফর আহমেদ স্বপন, রাঙ্গামাটি জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কবিরুল ইসলাম, মামনি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও সমাজসেবক দিন মোহাম্মদ।

এছাড়া বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট, সময় টিভি ও দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিনিধি মাহফুজ আলম, সি প্লাস টিভির কাপ্তাই প্রতিনিধি ঝুলন দত্ত, রাজস্থলী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আইয়ুব চৌধুরী, দৈনিক পূর্বদেশ প্রতিনিধি মো. নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু, কাপ্তাই উপজেলা জাসাস নেতা মো. ওমর ফারুক, কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রফিক, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের রাঙ্গামাটি জেলা যুগ্ম সম্পাদক হ্লাসুইমং মারমা (মং), বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার কাপ্তাই অঞ্চল সভাপতি অজিত কুমার তঞ্চঙ্গ্যা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৭১ টিভি ও দৈনিক মানবকণ্ঠ পত্রিকার প্রতিনিধি রিপন মারমা, দৈনিক আজাদী পত্রিকার মাল্টিমিডিয়া প্রতিনিধি অর্ণব মল্লিক, সাংবাদিক মেজবাহ, দৈনিক আলোকিত পাহাড় পত্রিকার প্রতিনিধি এম. বাবুল, চিৎমরম ইউনিয়নের সমাজসেবক সাচিংউ মারমা, ইউপি সদস্য অংসাচিং মারমা, কাপ্তাইয়ের তরুণ উদ্যোক্তা বীর কুমার তঞ্চঙ্গ্যা, চট্টগ্রাম টিভির শিল্পী লিপি দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক সাঙ্গু পাঠকদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। বিশেষ করে পাহাড়ি জনপদ ও প্রান্তিক মানুষের অধিকার ও সমস্যাগুলো তুলে ধরতে পত্রিকাটি সাহসী ও কার্যকর ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও দৈনিক সাঙ্গু এই গৌরবোজ্জ্বল পথচলা অব্যাহত রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow