ফরিদপুরের মধুখালীতে এক যুগ পর উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
দীর্ঘ এক যুগ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফরিদপুরের মধুখালীতে উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় মধুখালী উপজেলা বিএনপি কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং ফরিদপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম।
নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, মধুখালী পৌর বিএনপির সভাপতি মোঃ হায়দার আলী মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মিন্টু সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম নেতাকর্মীদের উদ্দেশে বলেন, "এখন থেকেই সবাই নির্বাচনের মাঠে নামবেন। বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইবেন। মা-বোনদের বোঝাবেন যেন আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ধানের শীষকে বিজয়ী করে সরকার গঠনের পথ সহজ ও সুগম করা যায়।"
তিনি আরও যোগ করেন, "জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন- বিএনপি ক্ষমতায় এলে সর্বপ্রথম দেশের বেকার যুবকদের জন্য চাকরির ব্যবস্থা করা হবে।"
দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হওয়ায় দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও সংগঠনের প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বলে উপস্থিত সকল নেতাকর্মীরা উল্লেখ করেন। এই কমিটি ঘোষণার মাধ্যমে মধুখালী বিএনপিতে নতুন গতিশীলতা আসবে এবং আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশা প্রকাশ করেন।
What's Your Reaction?
পার্থ রায়, মধুখালী প্রতিনিধি, ফরিদপুরঃ