ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৮ ছিনতাইকারী গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Oct 25, 2025 - 21:08
 0  4
ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৮ ছিনতাইকারী গ্রেপ্তার

ফরিদপুরে হঠাৎ বেড়ে যাওয়া ছিনতাই প্রতিরোধে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৮ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের আজ শনিবার দুপুরে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দিবাগত রাতে ফরিদপুর শহরের বিভিন্ন এলাকা ও মহল্লায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে ফরিদপুর সদর উপজেলার কানাইপুরের মালাঙ্গা এলাকার সমর বসুর ছেলে সাগর বসু (২৫), লালন নগর বস্তির হান্নান বেপারীর ছেলে তাকবির বেপারী (২০), একই বস্তির লুৎফর শেখের ছেলে সোহান শেখ (২২) ও ইয়ামিন শেখ (১৯), লক্ষীপুর এলাকার জয়নাল আবেদীন তারার ছেলে মো. রাব্বি (৩০), যশোরের অভয়নগর উপজেলার গোপীনাথপুর এলাকার ইমান আলীর ছেলে মুকুল শেখ (৩৬), হাবেলী গোপালপুর এলাকার মো. রাকিবের ছেলে সোহেল মিয়া (৩৭) এবং ছাপরা মসজিদ এলাকার বাবুল হকের ছেলে মো. রফিক (১৯)।

এছাড়াও, অন্য একটি মামলায় মীর শাখাওয়াত হোসেন নামের এক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, “শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই বিরোধী অভিযান চালানো হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে এবং পুলিশ ছিনতাই নির্মূলে সক্রিয়ভাবে কাজ করে যাবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow