ফরিদপুরে চলন্ত ইজিবাইক থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
ফরিদপুরের নগরকান্দায় চলন্ত ইজিবাইক থেকে ছিটকে পড়ে হাশেম মোল্লা (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত হাশেম মোল্লা নগরকান্দা উপজেলার বনগ্রামের মৃত গনি মোল্লার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টার দিকে হাশেম মোল্লা চাঁদপুর থেকে একটি ইজিবাইকে করে নগরকান্দা সদরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নগরকান্দা থানাধীন চরযোশরদি ইউনিয়নের জয়বাংলা মোড়ে পৌঁছালে তিনি হঠাৎ মাথা ঘুরে ইজিবাইক থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে নিহতের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
What's Your Reaction?
জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ