ফরিদপুরের চরভদ্রাসনে মা ইলিশ রক্ষা অভিযানে ৪ জেলে আটক

ফরিদপুরের চরভদ্রাসনে “মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫”-এর অংশ হিসেবে পদ্মা নদীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত চলা এই অভিযানে চার জেলেকে জরিমানা করা হয় এবং বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়।
চরভদ্রাসন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জায়েদ হোছাইন এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব এবং চরভদ্রাসন থানা পুলিশের একটি টিম।
অভিযানে প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল (মূল্য প্রায় ১.৫ লক্ষ টাকা) এবং ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
হাতেনাতে আটক হন চার জেলে মোঃ সুমন (২৬) করিম শিকদার (৫৫) আলমগীর জমাদ্দার (৪০) শাহজালাল শেখ (৩৫) মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ধারা ৫(১) অনুযায়ী প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। জব্দকৃত জাল জনসম্মুখে ধ্বংস এবং মাছ স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) জায়েদ হোছাইন বলেন,“মা ইলিশ রক্ষায় আমাদের অবস্থান কঠোর। অবৈধভাবে মাছ শিকারকারীদের বিরুদ্ধে অভিযান ২৫ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।”
উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বলেন,“জেলা মৎস্য কর্মকর্তার দিক নির্দেশনায় দিন-রাত অভিযান চলছে। মা ইলিশ সংরক্ষণে অসাধু জেলেদের বিরুদ্ধে আমরা কার্যত যুদ্ধ ঘোষণা করেছি।”
সরকারি নির্দেশনা অনুযায়ী, মা ইলিশ সংরক্ষণের জন্য ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
What's Your Reaction?






