নোয়াখালীতে দাফনের দুই বছর পর নারীর মরদেহ উত্তোলন

রাশেদুল ইসলাম, সুবর্ণচর প্রতিনিধি, নোয়াখালীঃ
Oct 8, 2025 - 13:39
 0  3
নোয়াখালীতে দাফনের দুই বছর পর নারীর মরদেহ উত্তোলন

নোয়াখালীর সুবর্ণচরে দাফনের দুই বছর পর আদালতের নির্দেশে  মমতাজ বেগম শিউলি (২৪) নামে  এক নারীর মরদেহ উত্তোলন করছে পুলিশ।

বুধবার (৮ অক্টোবর)  সকালে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর  ইউনিয়নের  ২নং ওয়ার্ডের  চর তোরাব আলী গ্রামের অহিদুর রহমান ভুইয়া জামে মসজিদের কবরস্থান থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

মৃত মমতাজ বেগম শিউলি চর ক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের আব্দুর রহমানের মেয়ে। 

জানা যায় - নারী ও শিশু নির্যাতন মামলা নম্বর- ১৭৪/২০২৪ (চরজব্বার থানার মামলা নং- ০২, তারিখ ০২/০৫/২০২৩ খ্রি:, জি.আর–৫১/২০২৩)- এর তদন্তের অংশ হিসেবে আদালতের নির্দেশে বুধবার সকালে কবর থেকে নারীর লাশ  উত্তোলন করা হচ্ছে।
আদালত সূত্রে জানা যায় - আদালতের নির্দেশ অনুযায়ী ভিকটিম মৃত মমতাজ বেগম শিউলি (২৪)-এর লাশ কবর হতে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্ত করার আদেশ প্রদান করা হয়। আদেশের ভিত্তিতে আজ সকালে  নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর হইতে লাশ উত্তোলন কার্যক্রম শুরু হয়।

উক্ত সময় এলাকায় বিপুলসংখ্যক স্থানীয় জনতা, স্বজন ও মামলার সাক্ষীরা উপস্থিত হন। ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চরজব্বার থানার ওসি’র নেতৃত্বে পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। পুরো প্রক্রিয়াটি নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

সূত্রে জানা গেছে, লাশ উত্তোলনের পর সেটি পুনরায় ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের পর মামলার অধিকতর তদন্ত কার্যক্রম শুরু করা হবে।

এ ঘটনায় এলাকাজুড়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। অনেকেই ঘটনাস্থলে ভীড় করেন এবং প্রশাসনের তৎপরতার প্রশংসা করেন।

প্রসঙ্গত, মামলাটির তদন্ত চলমান রয়েছে এবং ময়নাতদন্তের নতুন প্রতিবেদন মামলার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow