রাজবাড়ীতে সেনাবাহিনীর যৌথ অভিযান: অস্ত্র ও মাদকসহ বিএনপি নেতা আটক

আজমল হোসেন, বালিয়াকান্দি প্রতিনিধি, রাজবাড়ীঃ
Jan 11, 2026 - 23:03
 0  4
রাজবাড়ীতে সেনাবাহিনীর যৌথ অভিযান: অস্ত্র ও মাদকসহ বিএনপি নেতা আটক

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও যোগাযোগের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ দুইজনকে আটক করেছে যৌথ বাহিনী।

রবিবার (১১ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার দুবলাবাড়ি এলাকার একটি ব্রিকফিল্ডে এই অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন— বালিয়াকান্দি উপজেলার দুবলাবাড়ি এলাকার খন্দকার আব্দুর রশিদের ছেলে মসিউল আলম চুন্নু এবং শেখপাড়া এলাকার মো. রফিক শেখের ছেলে মো. হৃদয় শেখ। এদের মধ্যে মসিউল আলম চুন্নু বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুবলাবাড়ি ব্রিকফিল্ড এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় তল্লাশি চালিয়ে একটি এয়ার রাইফেল, দুটি দেশীয় চাকু, আটটি মোবাইল ফোন, তিনটি ওয়াকি-টকি ও চারটি চার্জার উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে এক বোতল বিদেশি মদ (ভর্তি), তিনটি খালি মদের বোতল এবং নগদ ৩৮ হাজার টাকা জব্দ করা হয়েছে।

অভিযান শেষে জব্দকৃত অস্ত্র, মাদক ও অন্যান্য আলামতসহ আটক দুই ব্যক্তিকে পরবর্তী আইনি প্রক্রিয়া ও মামলা দায়েরের জন্য রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow