ডেঙ্গুর ছোবলে বালিয়াকান্দিতে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক মা ও তাঁর শিশুকন্যার করুণ মৃত্যু হয়েছে। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাত্র একদিনের ব্যবধানে মা জয়ন্তী মণ্ডল (৩৩) ও তাঁর তিন বছরের কন্যা প্রতিভা মণ্ডলের জীবন প্রদীপ নিভে যায়। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহত জয়ন্তী মণ্ডল উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের সমির মণ্ডলের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, সমির মণ্ডল তাঁর স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঢাকায় বসবাস করতেন। গত বুধবার জয়ন্তী ও তাঁর মেয়ে প্রতিভা জ্বরে আক্রান্ত হন। পরবর্তীতে তাঁদের ঢাকার মহাখালী ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে মা জয়ন্তী মণ্ডল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মায়ের মৃত্যুর শোক কাটতে না কাটতেই পরের দিন, সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায়, মৃত্যুর কোলে ঢলে পড়ে ছোট্ট শিশু প্রতিভাও। বহরপুর ইউনিয়নের স্বাস্থ্য সহকারী সুপ্লব রায় মা ও মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জয়ন্তীর ভাতিজা বিপুল মণ্ডল জানান, ঢাকায় থাকাকালীন জয়ন্তী ও প্রতিভা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। চিকিৎসাধীন অবস্থায় প্রথমে জয়ন্তী এবং তার একদিন পর প্রতিভার মৃত্যু হয়। এই ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের মাতম চলছে।
এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুর প্রকোপ সারাদেশে আশঙ্কাজনকভাবে অব্যাহত রয়েছে। রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বরিশাল ও ময়মনসিংহ বিভাগে আরও দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। একই সময়ে, দেশব্যাপী নতুন করে ৬৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
What's Your Reaction?






