থানচিতে সামাজিক সংহতি ও সংঘাত ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Sep 23, 2025 - 16:59
 0  10
থানচিতে সামাজিক সংহতি ও সংঘাত ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বান্দরবানের থানচি উপজেলায় ‘সামাজিক সংহতি ও সংঘাত ব্যবস্থাপনা’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রামে সম্প্রদায়ের স্থিতিস্থাপকতা বৃদ্ধির লক্ষ্যে জীববৈচিত্র্য ও প্রতিবেশ পুনরুদ্ধারের অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় থানচি উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) একটি যৌথ প্রকল্পের আওতায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল।

কর্মকর্তারা জানান, এই প্রকল্পের মূল লক্ষ্য পার্বত্য চট্টগ্রামে জীববৈচিত্র্য ও প্রতিবেশ পুনরুদ্ধার করে সম্প্রদায়ের স্থিতিস্থাপকতা বৃদ্ধি করা। এর পাশাপাশি দারিদ্র্য দূরীকরণ, অসমতা হ্রাস এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সহায়তা করাও এই প্রকল্পের উদ্দেশ্য। তারা আরও জানান, ইউএনডিপি বাংলাদেশে দারিদ্র্য বিমোচন, ডিজিটালাইজেশন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। এই প্রকল্পের মাধ্যমে পার্বত্য অঞ্চলের নাগরিকদের জীবনমান উন্নয়নে প্রযুক্তিগত পরামর্শ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

ইউএনডিপি’র প্রকল্প কর্মকর্তা স্টিফ ত্রিপুরার সঞ্চালনায় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা, থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংপ্রু ম্রো, তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা এবং ইউএনডিপি’র প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন।

কর্মশালায় উপজেলার অর্ধশতাধিক মূল প্রকল্পের অংশীজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow