শাপলা প্রতীক না পেলে নির্বাচন দেখে নেওয়ার হুমকি এনসিপি নেতার

নির্বাচন কমিশন (ইসি) জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) তাদের কাঙ্ক্ষিত ‘শাপলা’ প্রতীক বরাদ্দ না দিলে নির্বাচন কীভাবে হয়, তা দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই কড়া বার্তা দেন।
ফেসবুক পোস্টে সারজিস আলম নির্বাচন কমিশনের সচিবের বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, "ইলেকশন কমিশন সচিব বলেছেন, মার্কার তালিকায় শাপলা নেই, তাই এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। তার মানে, কোনো আইনগত বাধা নয় বরং তালিকায় না থাকার কারণে তারা এনসিপিকে শাপলা প্রতীক দিতে পারছে না।"
তিনি কমিশনের দীর্ঘদিনের নীরবতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, "যেদিন এনসিপি প্রথম নিবন্ধনের জন্য আবেদন করে, সেদিনই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল এনসিপি শাপলা মার্কা চায়। তাহলে ওই তালিকায় শাপলা মার্কা যুক্ত করা কাদের কাজ ছিল? এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে বসে নাটক দেখেছে? নাকি স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোনো প্রতিষ্ঠান, দল বা এজেন্সির কথামতো উঠবস করেছে?"
এনসিপির এই নেতা আরও বলেন, যেহেতু প্রতীক বরাদ্দে কোনো আইনগত বাধা নেই, সেহেতু তাদের শাপলা প্রতীকই দিতে হবে এবং এক্ষেত্রে অন্য কোনো বিকল্প নেই।
তিনি তার পোস্টে রাজনৈতিকভাবে সব ধরনের "ভণ্ডামি" মোকাবিলার হুমকি দিয়ে লেখেন, "না হলে কোন নির্বাচন কীভাবে হয় আর কে কীভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে, সেটা আমরাও দেখে নেব।"
এর আগে আজই নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, প্রতীকের তালিকায় শাপলা না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) তা বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না। তিনি এনসিপিকে বিকল্প কোনো প্রতীকের জন্য প্রস্তাব পাঠানোর কথা বলেন।
What's Your Reaction?






