বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাথোয়াইঅং মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি, বান্দরবানঃ
Sep 23, 2025 - 17:29
 0  8
বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবান সদর উপজেলায় ৩২ দলের অংশগ্রহণে এক মিনি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। ২০ সেপ্টেম্বর বাঘমারা উজানী পাড়া সংলগ্ন নোয়াপতং খালের পাশের বালুচর মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, ৬ ও ৭ অক্টোবর পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে। এতে মোট ৩২টি ফুটবল দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী দিনে থিংগইং রোওয়া একাদশ ও বাঘমারা হেডম্যান পাড়া জুনিয়র একাদশের মধ্যকার খেলার মাধ্যমে টুর্নামেন্টের সূচনা হয়।

বান্দরবান জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মাওসেতং তঞ্চঙ্গ্যা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, "তারুণ্যের ঐক্যবদ্ধ শক্তি জাতি ও দেশ গঠনে প্রেরণা জোগায়। তরুণ সমাজ যখন কাজের মাধ্যমে নিজেদের প্রতিফলন ঘটাবে, তখনই সমাজের পরিবর্তন ঘটবে।" তিনি আরও বলেন, প্রতিটি ইউনিয়নে ফুটবল মাঠ না থাকায় স্থানীয় খেলোয়াড়দের সমস্যায় পড়তে হয়। তাই অন্তত একটি খেলার মাঠ নির্মাণ করা জরুরি।

টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি মংথুইচিং মারমা বলেন, "আজকের যুব সমাজ ডিজিটাল যুগে মোবাইল ফোনে আসক্ত হয়ে খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। যুব সমাজকে খেলার মাঠে ফিরিয়ে আনতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গান্ধীলাল তঞ্চঙ্গ্যা, ৪নং নোয়াপতং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি চিত্রমহন চাকমা সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উদ্বোধনী ম্যাচে থিংগইং রোওয়া একাদশ ১-০ গোলে বাঘমারা হেডম্যান পাড়া একাদশকে পরাজিত করে। স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow