রোয়াংছড়িতে ১৬ হাজার ঘনফুটের বেশি জব্দকৃত পাথর নিলামে বিক্রি

সাথোয়াইঅং মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি, বান্দরবানঃ
Sep 23, 2025 - 17:35
 0  5
রোয়াংছড়িতে ১৬ হাজার ঘনফুটের বেশি জব্দকৃত পাথর নিলামে বিক্রি

বান্দরবানের রোয়াংছড়িতে ২০২০ সালে জব্দ করা প্রায় ১৬ হাজার ৩০০ ঘনফুট পাথর উন্মুক্ত নিলামের মাধ্যমে ১০ লক্ষ ৫ হাজার টাকায় বিক্রি করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার চক্ষুলাল পাড়া এলাকায় এই নিলাম অনুষ্ঠিত হয়।

দীর্ঘদিন ধরে আটক থাকা এই বিপুল পরিমাণ পাথরের সর্বোচ্চ দরদাতা হিসেবে ঠিকাদার মাওসেতুং তঞ্চঙ্গ্যা পাথরগুলো কিনে নেন। নিলাম প্রক্রিয়া পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেহেদী হাসান কাউছার। নিলামে অংশগ্রহণের জন্য আগ্রহী ব্যক্তিদের প্রাথমিকভাবে এক হাজার টাকা জমা দিতে হয়েছিল।

প্রশাসন সূত্রে জানা যায়, ২০২০ সালের ২২ মার্চ অবৈধভাবে পাথর উত্তোলনের পর বিক্রির উদ্দেশ্যে চক্ষুলাল পাড়া এলাকায় মজুদ করা হলে উপজেলা প্রশাসন এক অভিযান চালিয়ে পাথরগুলো জব্দ করে। পরবর্তীতে বান্দরবান পার্বত্য জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের আদেশক্রমে উপজেলা প্রশাসন এই উন্মুক্ত নিলামের আয়োজন করে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ আগামী সাত কার্যদিবসের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

নিলাম অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ, বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল আমিন দেওয়ান, ১নং রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ৩নং আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, বান্দরবান পরিবেশ অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক নিকু জ্যোতি চাকমা এবং উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলটন দস্তিদার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow