বান্দরবানের থানচিতে ১৫৯ শিক্ষার্থী ও দুঃস্থ রোগীর জন্য জেলা পরিষদের অনুদান

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Sep 23, 2025 - 17:53
 0  4
বান্দরবানের থানচিতে ১৫৯ শিক্ষার্থী ও দুঃস্থ রোগীর জন্য জেলা পরিষদের অনুদান

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে থানচি উপজেলায় ৫৯ জন শিক্ষার্থী এবং ১০০ জন দুঃস্থ ও অসহায় রোগী এককালীন নগদ অনুদান পেয়েছেন। এছাড়াও, গুরুতর অসুস্থ তিন রোগীকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের মাল্টিপারপাস হল রুমে 'তারুণ্যের উৎসব ২০২৫' উদযাপন উপলক্ষে এই অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা সমাজকল্যাণ কমিটি। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল।

সমাজসেবা অধিদপ্তরের সুপারভাইজার আমির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো, থানচি সরকারি কলেজের অধ্যক্ষ ধমিনিক ত্রিপুরা, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা, সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অংপ্রু ম্রো, সাবেক চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা ও মালিরাং ত্রিপুরা, সাবেক প্রধান শিক্ষক সত্যমনি ত্রিপুরা এবং বাজার কমিটির সম্পাদক মোঃ জসিম উদ্দিন।

অনুষ্ঠান শেষে ১০০ জন অসহায় রোগীর প্রত্যেককে দুই হাজার টাকা এবং ৫৯ জন শিক্ষার্থীর প্রত্যেককে দুই হাজার টাকা করে নগদ প্রদান করা হয়। এছাড়া, জটিল রোগে আক্রান্ত তিনজনকে মোট ১২ হাজার টাকার বিশেষ অনুদান দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow