ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্তসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Sep 23, 2025 - 17:59
 0  4
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্তসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এবং আরও চারটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সজিব খন্দকারকে (৩৬) র‍্যাব-১০ ও সেনাবাহিনীর একটি যৌথ দল গ্রেফতার করেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জেলার কোতয়ালী থানাধীন টেপাখোলা মাস্টার কলোনী এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-১০ এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ আভিযানিক দলটি সোমবার রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটের দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত সজিব খন্দকার জেলার কোতয়ালী থানার বঙ্গেরস্বরদী এলাকার সালাম খন্দকারের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় সাজার পরোয়ানা জারি ছিল। এছাড়া, ফরিদপুরের কোতয়ালী থানায় তার বিরুদ্ধে আরও চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিব দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে থাকার কথা স্বীকার করেছেন। গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow