নওগাঁর আত্রাইয়ে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও প্রস্তুতি সভা

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Sep 23, 2025 - 19:19
 0  5
নওগাঁর আত্রাইয়ে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও প্রস্তুতি সভা

নওগাঁর আত্রাইয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির এক বিশেষ সভা এবং প্রস্তুতিমূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং দুর্গাপূজার নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সভাপতির বক্তব্যে ইউএনও মো. রাকিবুল হাসান বলেন, "সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই এই কমিটির মূল লক্ষ্য।" তিনি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে রয়েছে উল্লেখ করে এই ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সকল ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান, এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আবু আনাছ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান তার বক্তব্যে বলেন, "থানা প্রশাসনের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।" তিনি আশ্বাস দেন যে, দুর্গাপূজাসহ যেকোনো ধর্মীয় অনুষ্ঠান যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই পালিত হতে পারে, সে বিষয়ে কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। তিনি সাধারণ মানুষকে যে কোনো ধরনের অপরাধ বা অসামাজিক কর্মকাণ্ড সম্পর্কে তাৎক্ষণিকভাবে থানাকে অবহিত করার জন্য অনুরোধ জানান।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. জগলুল আরেফিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আত্রাই উপজেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নান প্রাং, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সর্বস্তরের মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখা এবং প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow