সদরপুরে ইজিবাইক উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

ফরিদপুরের সদরপুর উপজেলা কৃষ্ণপুর ইউনিয়ন থেকে ছিনতাই হওয়া একটি ইজিবাইক উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে সদরপুর থানা পুলিশ।
৭ মে (রবিবার) গভীর রাতে পুলিশ গোপালগঞ্জের মোকসেদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়।
এদিন দুপুরে তাদেরকে কোর্টে হাজতে প্রেরণ করা হয়েছে।
ঘটনার বিস্তারিত জানান সদরপুর থানা অফিসার ইনচার্জ নাজমুল হাসান। তিনি বলেন, "গত শনিবার কৃষ্ণপুর ইউনিয়ন থেকে দুটি অটোবাইক ছিনতাই হয়। এ ঘটনায় ইজিবাইক চালক সদরপুর থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান শুরু করে। এর ফলে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার এবং চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।"
গ্রেপ্তারকৃতরা হলেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের ইসরাফিল মীর (৩০), মৃত কাউসার শেখের পুত্র রাজু শেখ, শরদী গ্রামের আবুল খায়ের খানের পুত্র নাম খান (২৩), এবং জোবায়রা গ্রামের নুরুল হক শেখের পুত্র আসাদুল শেখ (৩০)।
What's Your Reaction?






