নেছারাবাদে পুকুরে ডুবে ৯ম শ্রেণীর স্কুল ছাত্রীর মৃত্যু

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় পুকুরে ডুবে অন্তরা ইসলাম (১৫) নামের ৯ম শ্রেণীর এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) সকালে উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোঃ আনোয়ার তালুকদারের মেয়ে অন্তরা ইসলাম গোসল করতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো খুব সকালে প্রাইভেট পড়তে যাওয়ার আগে অন্তরা গোসল করতে বাড়ির পাশের পুকুরে নামে। অনেক সময় পেরিয়ে গেলেও সে ফিরে না আসায় তার মা খোঁজ করতে গিয়ে পুকুরে মেয়েকে ভাসমান অবস্থায় দেখতে পান এবং চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে।
স্থানীয়রা দ্রুত অন্তরাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের ভাষ্য অনুযায়ী, অন্তরা ইসলাম মৃগী (খিঁচুনি) রোগে আক্রান্ত ছিল এবং এই রোগের কারণেই হয়তো পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।
What's Your Reaction?






