শিক্ষক বাবাকে হত্যায় মাদকাসক্ত ছেলে গ্রেফতার

পিরোজপুরের মঠবাড়িয়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক নাসির উদ্দিনকে হত্যার অভিযোগে তার মাদকাসক্ত ছেলে রিয়াজ উদ্দিনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বাবার সম্পত্তি আত্মসাৎ করার উদ্দেশ্যে তাকে অপহরণের পর হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দাউদখালী এলাকা থেকে রিয়াজকে গ্রেফতার করে মঠবাড়িয়া থানা পুলিশ। নিহত নাসির উদ্দিন উপজেলার হলতা গুলিসাখালী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা এবং মঠবাড়িয়ার স্বনামধন্য কে এম লতীফ ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।
এ ঘটনায় নিহত শিক্ষকের বোন মাসুমা পারভীন বাদী হয়ে একমাত্র ভাইপো রিয়াজ উদ্দিনকে আসামি করে শনিবার মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, মা মারা যাওয়ার পর থেকে রিয়াজ উদ্দিন মাদকাসক্ত হয়ে পড়েন এবং উচ্ছৃঙ্খল জীবনযাপন শুরু করেন। এতে বাবা নাসির উদ্দিন বাধা দিলে সে ক্ষিপ্ত হয়। একপর্যায়ে বাবার ভোগদখলীয় জমি বিক্রি করে টাকার জন্য বারবার চাপ দিতে থাকে। কিন্তু বাবা জমি বিক্রি করতে রাজি না হওয়ায় রিয়াজ ক্ষুব্ধ হয়ে সম্পত্তি দখলের পরিকল্পনা করে।
এরই জেরে চলতি বছরের ২৩ জুলাই মঠবাড়িয়া পৌর শহরের শহীদ মোস্তফা জব্বার খেলার মাঠের কাছ থেকে বাবা নাসির উদ্দিনকে সে অপহরণ করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এর কিছুদিন পর পুলিশ তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। এজাহারে উল্লেখ করা হয়, ২৩ জুলাইয়ের পর যেকোনো দিন তাকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, ময়নাতদন্তের প্রতিবেদনে জানা গেছে, আঘাতজনিত কারণেই শিক্ষক নাসির উদ্দিনের মৃত্যু হয়েছে। এই প্রতিবেদনের ভিত্তিতে নিহতের বোন মাসুমা পারভীন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় রিয়াজকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, রোববার (১৪ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে। ঘটনার পেছনের মূল রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
What's Your Reaction?






