বেরোবির পরিবহনপুলে যুক্ত হলো বিআরটিসির ৭টি বাস

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থী ও শিক্ষকদের দীর্ঘদিনের যাতায়াত সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ের পরিবহনপুলে যুক্ত হয়েছে সাতটি নতুন বিআরটিসি বাস। এর মধ্যে ছয়টি শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য এবং একটি শুধুমাত্র শিক্ষকদের জন্য বরাদ্দ করা হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে নতুন বাসগুলোর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। এ সময় তিনি বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য আবাসন সুবিধা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে নতুন বাস সংযোজনের ফলে যাতায়াতের কষ্ট অনেকটা লাঘব হবে। শিক্ষার্থীরা সময়মতো ক্লাসে আসতে পারবে এবং একাডেমিক কার্যক্রম আরও গতিশীল হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইউনুছ রাতুল বলেন, “বাস সংকটে প্রতিদিন ভোগান্তি পোহাতে হতো। নতুন বাস যুক্ত হওয়ায় এখন হয়তো সময়মতো ক্লাসে আসা সম্ভব হবে। এ উদ্যোগের জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই।”
বিশ্ববিদ্যালয়ের পরিবহনপুল পরিচালক সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি পরিবহন সেবার উন্নয়নে কাজ করছেন। তিনি বলেন, “আমরা ইউজিসির কাছে ১৪টি বাস চেয়েছিলাম, তবে তারা সাতটি দিয়েছে। আশা করছি এই বাসগুলো শিক্ষার্থীদের সময়মতো বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের সুযোগ করে দেবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশীদ, সিন্ডিকেট সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াস প্রামাণিক, বহিরাঙ্গন কার্যক্রম পরিচালক ড. মো. ফেরদৌস রহমান, আইকিউএসির পরিচালক ও গণিত বিভাগের অধ্যাপক ড. মো. তাজুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
নতুন এই বাস সংযোজনের মাধ্যমে বেরোবির পরিবহন সেবায় এক নতুন মাত্রা যোগ হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
What's Your Reaction?






