আত্রাইয়ে এসিল্যান্ডের নাম ভাঙিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা উত্তোলন

নওগাঁর আত্রাইয়ে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের নাম ভাঙিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি সংঘবদ্ধ চক্র।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) শাহাগোলা ইউনিয়ন পরিষদের চৌকিদার নকুল হোসেনের মোবাইল ফোনে ০১৮৬০-৪৯২৩১৯ নম্বর থেকে কল আসে। অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে এসিল্যান্ড পরিচয় দিয়ে জানতে চান ভবানীপুর বাজারে কয়টি মিষ্টির দোকান রয়েছে। পরে ওই চৌকিদারের ফোন ব্যবহার করে সরাসরি ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন প্রতারক।
ব্যবসায়ীরা জানান, এসিল্যান্ড পরিচয়দানকারী ওই ব্যক্তি ভ্রাম্যমাণ আদালতের ভয় দেখিয়ে টাকা দাবি করেন। এ সময় বাজারের মিষ্টি ব্যবসায়ী সম্রাট হোসেন ৩ হাজার ২০০ টাকা বিকাশে পাঠান। একইভাবে প্রদীপ, গৌতম, পলাশ ও নজরুলসহ মোট ছয়জন ব্যবসায়ীর কাছ থেকে ১৯ হাজার ২০০ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি।
চৌকিদার নকুল হোসেন বলেন, এসিল্যান্ডের নাম ব্যবহার করায় আমি সন্দেহ করিনি। তার কথামতো ০১৮১০-৯১৫২৯১ নম্বরে টাকা পাঠাই। কিন্তু টাকা পাঠানোর পর থেকে মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে আত্রাইয়ের সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক বলেন, "ঘটনার খবর পেয়েছি। এটি প্রতারক চক্রের কাজ। সংশ্লিষ্ট নম্বর যাচাই করা হচ্ছে। বিষয়টি ইউএনও স্যারকে অবহিত করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল হাসান বলেন, "এটি একটি প্রতারণার ঘটনা। দ্রুত প্রতারকদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সাধারণ মানুষকে এ ধরনের অচেনা ফোনকল ও অর্থপ্রদানে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।"
What's Your Reaction?






