উৎসবমুখর পরিবেশে বেরইল-পলিতা ইউনিয়ন বিএনপি’র কাউন্সিল সম্পন্ন
মাগুরা সদর উপজেলার বেরইল-পলিতা ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিল উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় আব্দুল ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী ভোটগ্রহণের মাধ্যমে ইউনিয়নটির নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। তৃণমূলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কাউন্সিল প্রাণবন্ত হয়ে ওঠে।
কাউন্সিলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মোট ৪৫১ জন কাউন্সিলর (ভোটার) তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক— এই তিনটি গুরুত্বপূর্ণ পদে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন।
দিনভর ভোটগ্রহণ শেষে শনিবার বিকালে ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হয়। এতে সভাপতি পদে ২৬০ ভোট পেয়ে মো. আকবর শেখ, সাধারণ সম্পাদক পদে ২৭৬ ভোট পেয়ে মো. মুরাদ হোসেন মাস্টার এবং সাংগঠনিক সম্পাদক পদে ২২৪ ভোট পেয়ে মো. গোলাম মাওলা নির্বাচিত হন।
ফলাফল ঘোষণা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপি’র টিম প্রধান অ্যাডভোকেট রোকনুজ্জামান খান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আমিনুর রহমান খান পিকুলসহ ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা। নতুন নেতৃত্বের জয়ে কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
What's Your Reaction?
বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ