পিরোজপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Nov 14, 2025 - 17:12
 0  6
পিরোজপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড

পিরোজপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ১৬ তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড উৎসব।

শুক্রবার (১৪ নভেম্বরসকাল ১০ টায় বিশ্ব বিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।পরে আমন্ত্রিত অতিথি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিযোগীদের অংশগ্রহণে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়।

এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় এবং বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৫ এর বৃহত্তর বরিশাল অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী, কলামিস্ট ও লেখক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অলিম্পিয়াডে বৃহত্তর বরিশাল বিভাগ ও গোপালগঞ্জ জেলা সহ মোট ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৩ জন শিক্ষার্থীরা এ গণিত অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন প্রথমবারের মতো অনুষ্ঠিত এ গণিত উৎসবে অংশগ্রহণ করতে পেরে তারা আনন্দিত। এ রকমের আয়োজন প্রতিবছর আয়োজন করবে কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা  ছাত্র-ছাত্রীদের।

আয়োজক বৃন্দ বলছেন, ছাত্র-ছাত্রীদের মেধাবিকাশে এবং গণিতের প্রতি আকৃষ্ট করতে এরকমের গণিত উৎসবের আয়োজন ভবিষ্যতেও করবেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow