মঠবাড়িয়ায় ২৫ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Sep 3, 2025 - 22:22
 0  4
মঠবাড়িয়ায় ২৫ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

পিরোজপুরের মঠবাড়িয়ায়-চরখালী-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কের মঠবাড়িয়া অংশের ২৫ কিলোমিটার সড়কের দুই পাশে পরিবেশ বান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে এবং স্থানীয় নেতা ও ব্যবসায়ী গাজী ওয়াহিদুজ্জামান জাকিরের উদ্যোগে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে মঠবাড়িয়া ফায়ার স্টেশনের সম্মুখ সড়কে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল কাইয়ূম কর্মসূচি উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন নেছা সুমী, উদ্যোক্তা গাজী ওয়াহিদুজ্জামান জাকির, পৌর বিএনপির সাবেক সভাপতি কে.এম হুমায়ূন কবীর, উপজেলা বিএনপির সদস্য সচিব আবুবকর সিদ্দিক বাদল, বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন ফারুক, উপজেলা শ্রমিক দলের সভাপতি কামাল হোসেন মুন্সী, মঠবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) রফিকুজ্জামান আবীর এবং প্রবীণ সাংবাদিক আবদুস সালাম আজাদী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল কাইয়ূম বলেন, “বৃক্ষ আমাদের জীবন প্রবাহের সাথে একাত্মভাবে মিশে আছে। বৃক্ষ বাঁচলে পরিবেশ বাঁচবে, টিকে থাকবে প্রাণবৈচিত্র্য। বৃক্ষ সম্প্রসারণ শুধুমাত্র পরিবেশ সুরক্ষার জন্যই নয়, এটি জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে আমাদের রক্ষা করতেও সহায়ক। ২৫ কিলোমিটার সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি একটি মহতী উদ্যোগ। আমরা সবাই মিলে পরিবেশ সুরক্ষার এমন উদ্যোগে অংশ নিব।”

কর্মসূচির উদ্যোক্তা বিএনপি নেতা গাজী ওয়াহিদুজ্জামান জাকির জানান, “প্রথম দফায় ২৫ কিলোমিটার সড়কের দুই পাশে ৫০ হাজার তাল গাছের চারা, আম, আমড়া ও লেবু গাছের চারা রোপণ করা হবে। এতে মহাসড়কের মাটি ক্ষয় রোধের পাশাপাশি উপকূলীয় পরিবেশ সুরক্ষা নিশ্চিত হবে। এছাড়া রোপণকৃত বৃক্ষ সুরক্ষায় মহাসড়ক সংলগ্ন গ্রামবাসীকে সচেতন করা হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow