কুবিতে রাজনৈতিক কার্যক্রমে পুনরায় নিষেধাজ্ঞা, লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিবে প্রশাসন

আলী আকবর শুভ, কুবি প্রতিনিধি, কুমিল্লাঃ
Sep 3, 2025 - 22:41
 0  4
কুবিতে রাজনৈতিক কার্যক্রমে পুনরায় নিষেধাজ্ঞা, লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিবে প্রশাসন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে সকল প্রকার রাজনৈতিক সভা, সমাবেশ, মিছিল ও বিক্ষোভের ওপর পুনরায় কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। আইন অমান্য করলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

বিশ্ববিদ্যালয়ের ১০০তম সিন্ডিকেট সভায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের পূর্ব সিদ্ধান্ত লঙ্ঘিত হওয়ায় বুধবার (৩ সেপ্টেম্বর) এক জরুরি বৈঠক শেষে এই পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

জানা যায়,  বিশ্ববিদ্যালয়ের ১০০তম সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করা হলেও সেই আইন ভঙ্গ করে গতকাল (২ সেপ্টেম্বর) দলীয় ব্যানারে রাজনৈতিক কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে রাজনৈতিক দলটি। ক্যাম্পাসের অভ্যন্তরে ছাত্রদলের এমন কর্মসূচিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

প্রক্টর অফিস থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
সাধারণ শিক্ষার্থীর দাবির পরিপ্রেক্ষিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সিন্ডিকেটের ধারাবাহিকতায় ১০০তম সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে সফল রাজনৈতিক সমাবেশ, মিছিল, বিক্ষোভ নিষিদ্ধ করা হয়। বিগত একবছর এ বিষয়ে সকল রাজনৈতিক সংগঠন শ্রদ্ধাশীল থাকলেও সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ করছি- প্রশাসনিক নির্দেশনাকে অমান্য করে বিভিন্ন পক্ষ বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কার্যক্রম সক্রিয় করার চেষ্টা চালাচ্ছে। 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন রাজনৈতিক সংগঠনকে প্রশাসন কর্তৃক নির্ধারিত নিয়মাবলী কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, প্রকাশ্যে রাজনৈতিক ব্যানারে কার্যক্রম করার সুযোগ নেই। আমাদের আজ মিটিং হয়েছে। সেই অনুযায়ী আমরা প্রাথমিক পর্যায়ে রাজনৈতিক দলগুলোকে সতর্ক করেছি। 

প্রমাণ থাকা সত্ত্বেও আইন ভঙ্গ করা রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার দুইজন শিক্ষককে বিষয়টি তদন্তের দায়িত্ব দিয়েছি। তারা বিশ্ববিদ্যালয়ের রানিং শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের আইন ভঙ্গ করার বিষয়টি নিয়ে তদন্ত ও পর্যালোচনা করে আগামী দুই দিনের মধ্যে আমাদের জানাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow