৪৯ তম বিসিএসে ক্যাডার তিন কুবি শিক্ষার্থী
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্তৃক প্রকাশিত ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফলাফল এবং ৪৪তম বিসিএসের সংশোধিত ফলাফলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) তিন শিক্ষার্থী বিভিন্ন ক্যাডারে মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) পিএসসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে মোট ৬৬৮ জন প্রার্থী মনোনয়ন পান, যাদের মধ্যে কুবির তিন শিক্ষার্থী স্থান করে নিয়েছেন।
মনোনীতরা হলেন, গণিত বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. অলি উল্লাহ, বাংলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুসাহিদ আহমেদ এবং আইসিটি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফাত হোসেন মজুমদার।
শিক্ষা ক্যাডারের গণিতে মেধাক্রমে প্রথম স্থান অর্জন করেছেন অলি উল্লাহ। তিনি সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা গ্রামের বাসিন্দা। মুসাহিদ আহমেদ ৪৯তম বিসিএস (বিশেষ)-এ প্রভাষক (বাংলা) পদে প্রথম কুবিয়ান ক্যাডার হিসেবে মনোনীত হয়েছেন; তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার লালচাঁন্দ গ্রামের বাসিন্দা। এছাড়া, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাসন্ডা গ্রামের সন্তান আরাফাত হোসেন মজুমদার ৪৪তম বিসিএসের সংশোধিত ফলাফলে পরিবার পরিকল্পনা ক্যাডারে স্থান পেয়েছেন।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মো. অলি উল্লাহ বলেন, “বাবা-মা, বোন, শিক্ষক, সহপাঠী, সিনিয়র-জুনিয়র সবার দোয়া, আমার পরিশ্রম আর আল্লাহর রহমতেই এই অর্জন সম্ভব হয়েছে।” বিসিএস প্রত্যাশীদের উদ্দেশে তিনি আরও বলেন, “সবচেয়ে বড় শর্টকাট হচ্ছে সবচেয়ে বেশি পড়া। কারণ বিশাল সিলেবাস আর লাখো প্রতিযোগীর মধ্যে নিজেকে আলাদা করতে হলে প্রচুর জানতে হবে। শর্টকাট সাজেশনে ভরসা রাখলে ব্যর্থ হওয়ার আশঙ্কা থেকেই যায়।”
মুসাহিদ আহমেদ বলেন, “সংকট থেকেই অদম্য হওয়ার শক্তি পাই। কঠোর পরিশ্রমকে আপন করে নিয়েছি, কারণ বিশ্বাস করি— পরিশ্রমীরা কখনো হারেনা। অভাব, অপ্রাপ্তি, অপূর্ণতাই আমাকে সামনে এগিয়ে দিয়েছে; এগুলোই আমার সাহস ও শক্তি।”
অন্যদিকে, আরাফাত হোসেন মজুমদার বলেন, “বিসিএস ক্যাডার হওয়া আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। এই স্বপ্ন পূরণের পেছনে অধ্যবসায়, পরিকল্পনা ও নিরবচ্ছিন্ন পরিশ্রমই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। আমার চেয়ে বেশি খুশি হয়েছেন আমার বাবা, যিনি আমার শিক্ষার ভিত্তি তৈরি করে দিয়েছিলেন।”
What's Your Reaction?
আলী আকবর শুভ, কুবি প্রতিনিধি, কুমিল্লাঃ