কুবিতে ‘নিষিদ্ধ আওয়ামী লীগ’ কর্তৃক নাশকতার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) 'নিষিদ্ধ আওয়ামী লীগ' কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে লীগ বিরোধী বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু হয়ে ছাত্র আন্দোলন চত্বর প্রদক্ষিণ করে পুনরায় মূল ফটকে এসে শেষ হয়।
মিছিলে শিক্ষার্থীরা লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন, "একটা একটা লীগ ধর, জেলে ভর", "বিচার বিচার চাই, পিলখানার বিচার চাই", "দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা", "রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়" এবং "বাড়াবাড়ি করিস না, পিঠের চামড়া থাকবে না"।
এ বিষয়ে লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, "গত কয়েকদিন যাবত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ জ্বালাও-পোড়াও শুরু করেছে। তারা গত ১৭ বছর যে অপকর্ম করেছে তা আবার শুরু করার অপচেষ্টাকে আমরা নস্যাৎ করবো। তিনি আরো বলেন, আমরা যে ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, তাদের আর ফিরতে দিবো না। আগামীকাল ১৩ নভেম্বর কোনো আওয়ামী লীগ রাস্তায় নামে, আমরা আবার আওয়ামী মুক্ত করবো।"
গণিত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গোলাম মুস্তফা বলেন, "গত ১৭ বছর আওয়ামী লীগ এমন কোনো অপরাধ নাই যা বাংলাদেশে করে নাই— গুম, খুন, হত্যা, ধর্ষণ ও আইসিটি আইনের মাধ্যমে বাক স্বাধীনতা হরণ করেছে। আওয়ামী লীগের দূষররা দেশে থাকা কালফ্রিন্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমি তাদের হুঁশিয়ার করতে চাই, আগামীকাল তারা পরিবার থেকে যেনো বিদায় নিয়ে আসে। কারণ কালকে যাদেরকে মাঠে পাব তাদের হাত পা ভেঙে বাসায় পাঠিয়ে দিব।"
ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী রাহিম বলেন, "বিদেশে বসে আওয়ামী লীগের নেতাদের নির্দেশে দেশে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। কালকে মাঠে নামার আগে ভেবে চিন্তা করে মাঠে নামবেন।"
গণযোগাযোগ ও সাংবাদিকতার বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোয়াইব হোসেম আমিন বলেন, "আওয়ামী লীগ নামক ধর্ম বাংলাদেশে আর ফিরে আসবে না। আওয়ামী লীগ ভারতীয় আধিপত্য বিস্তার করে এদেশে দীর্ঘ ১৭ বছর হাজার হাজার মানুষ হত্যা করেছে। আপনারা সোজা হয়ে যান, যারা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অরাজকতা করতে চাচ্ছেন। যদি আমরা আশেপাশে পাই একটারও চামড়া থাকবে না।"
What's Your Reaction?
আলী আকবর শুভ, কুবি প্রতিনিধি, কুমিল্লাঃ