ইনকিলাব মঞ্চের মুখপাত্র হত্যা: ভারতে আটক মূল হামলাকারীর দুই সহযোগী
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের তদন্তে বড় অগ্রগতি হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত মূল হামলাকারীর দুই সহযোগীকে ভারতে আটক করা হয়েছে। রবিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।
মামলার তদন্তের সর্বশেষ অবস্থা তুলে ধরে তিনি জানান, ওসমান হাদি হত্যাকাণ্ডটি ছিল সম্পূর্ণ পূর্ব-পরিকল্পিত। ঘটনার পরপরই অভিযুক্ত ফয়সাল এবং তার এক সহযোগী ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়ে যান। তবে পালিয়ে যাওয়া এই দুই সহযোগীকে ভারতে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।
পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরও জানান, চাঞ্চল্যকর এই হত্যা মামলায় এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ডিএমপি। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ জন বিজ্ঞ আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে উল্লেখ করে এস এন মো. নজরুল ইসলাম আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে—অর্থাৎ ৭ জানুয়ারির মধ্যেই—আদালতে এই মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা সম্ভব হবে।
What's Your Reaction?
অনলাইন ডেস্কঃ