৬০ বর্ষাবাস পূর্ণ করে না ফেরার দেশে রাইখালীর পরম পুজনীয় নাইন্দাওয়ান্সা মহাথেরো

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Dec 28, 2025 - 11:09
 0  3
৬০ বর্ষাবাস পূর্ণ করে না ফেরার দেশে রাইখালীর পরম পুজনীয় নাইন্দাওয়ান্সা মহাথেরো

‎রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের নারানগিরি বড় পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও উপসংঘনায়ক, পরম পুজনীয় ভদন্ত উঃ নাইন্দাওয়ান্সা মহাথেরো (৮০) পরলোকগমন করেছেন।

‎​শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে চট্টগ্রাম বেসরকারি রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

‎মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ​৩২১ নং রাইখালী মৌজার হেডম্যান উ সুয়ে সুয়ে চৌধুরী (মিশুক) তাঁর প্রয়াণের বিষয়টি নিশ্চিত করে জানান, ভদন্ত উঃ নাইন্দাওয়ান্সা মহাথেরো তাঁর দীর্ঘ ভিক্ষু জীবনে ৬০টি বর্ষাবাস সম্পন্ন করেছিলেন। তিনি ছিলেন অত্র অঞ্চলের বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান আধ্যাত্মিক পথপ্রদর্শক।

‎এদিকে রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা জানান, প্রয়াণের খবর ছড়িয়ে পড়ার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মরদেহ অ্যাম্বুলেন্সযোগে চট্টগ্রাম থেকে নারানগিরি বড় পাড়া বৌদ্ধ বিহারে নিয়ে আসা হচ্ছে।

‎​বিহার পরিচালনা কমিটি ও ভিক্ষু সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহের অন্ত্যেষ্টিক্রিয়া ও ধর্মীয় কৃত্য সম্পাদনের বিষয়ে ভিক্ষু সংঘ এবং দায়ক-দায়িকাদের সমন্বিত সভার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

‎​তাঁর প্রয়াণে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত অনুসারীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow