রাঙ্গামাটি–২৯৯ আসনে দীপেন দেওয়ানের নির্বাচনী প্রথম প্রচারণা সভা অনুষ্ঠিত

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Nov 25, 2025 - 11:56
Nov 25, 2025 - 12:30
 0  13
রাঙ্গামাটি–২৯৯ আসনে দীপেন দেওয়ানের নির্বাচনী প্রথম প্রচারণা সভা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটি–২৯৯ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সমর্থনে কাপ্তাইয়ে নির্বাচনী প্রথম প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে কাপ্তাই উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে কাপ্তাই আপস্টিন জেটি ঘাট সড়কের পাশে এ প্রচারণা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ লোকমান আহমেদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ–ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙ্গামাটি–২৯৯ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কাপ্তাই উপত্যকা দেশের অর্থনীতি, প্রকৃতি ও সংস্কৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। অথচ গত ১৭ বছর ধরে এ অঞ্চলের মানুষের ন্যায্য প্রাপ্য উন্নয়ন হয়নি। জনগণ আমাকে সুযোগ দিলে কাপ্তাইয়ের সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা ও দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে কাজ করব।”

তিনি আরও প্রতিশ্রুতি দিয়ে বলেন—

চন্দ্রঘোনা–রাইখালী ফেরিঘাটে জরুরি ভিত্তিতে ব্রিজ নির্মাণ করা হবে;

কাপ্তাইকে পূর্ণাঙ্গ মৌজা হিসেবে ঘোষণার প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে;

বন্ধ হয়ে যাওয়া কে পি এম ও কে আর সি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে, যাতে স্থানীয় মানুষের কর্মসংস্থান ফিরে আসে;

কর্ণফুলী সরকারি কলেজে অনার্স কোর্স চালু করে শিক্ষার সুযোগ বাড়ানো হবে;

কাপ্তাইয়ের জনস্বাস্থ্য, সড়ক যোগাযোগ, কৃষি ও পর্যটন খাতে পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়ন করা হবে।


সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন। আরও বক্তব্য রাখেন—
জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম (ভুট্টো), সাইফুল ইসলাম পনির, জেলা যুগ্ম সম্পাদক দিলদার হোসেন এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ–সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলমসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন–ওয়ার্ডের স্থানীয় নেতারা।

প্রচারণা সভায় কাপ্তাইয়ের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। উৎসাহ–উদ্দীপনায় মুখরিত এ সভায় নেতাকর্মীরা নানা দাবি–দাওয়া ও উন্নয়ন প্রত্যাশা তুলে ধরেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow