খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাইখালী লোকনাথ মন্দিরে বিশেষ প্রার্থনা

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Dec 8, 2025 - 20:21
Dec 8, 2025 - 21:21
 0  27
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাইখালী লোকনাথ মন্দিরে বিশেষ প্রার্থনা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও শারীরিক সুস্থতা কামনায় রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের সার্বজনীন শ্রী শ্রী লোকনাথ মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সনাতন ধর্মীয় আচার অনুযায়ী গুরুতর রোগীর আরোগ্য কামনায় পূজা, আরাধনা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, কাপ্তাই উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ প্রার্থনায় স্থানীয় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রদায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

পূজা ও আরাধনার পর গীতা পাঠ করেন রতন কুমার দে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কাপ্তাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুবেল কান্তি দে। সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক জগদীশ চন্দ্র দাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উথোয়াইমং মারমা। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনিসহ নানা জটিলতায় ভুগছেন। ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা জানান, তাঁর হৃদ্‌যন্ত্র ও ফুসফুসেও সংক্রমণ ধরা পড়েছে। আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি—তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা বিএনপির সদস্য আব্দুল খালেক। আরও বক্তব্য দেন রাইখালী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল হাসেম, সহসভাপতি সের খান মারমা। এর আগে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কাপ্তাই উপজেলা শাখার সদস্য সচিব লোটাস ভট্টাচার্য।

বক্তারা দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন এবং জাতীয় ঐক্য ও সম্প্রীতির জন্য সম্মিলিতভাবে প্রার্থনার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow