বেগমগঞ্জে বরকত উল্লাহ বুলুর নির্বাচনী কমিটির সভায় মুখোশধারীদের হামলা-ভাঙচুর

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ
Dec 8, 2025 - 20:30
 0  8
বেগমগঞ্জে বরকত উল্লাহ বুলুর নির্বাচনী কমিটির সভায় মুখোশধারীদের হামলা-ভাঙচুর

নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের মনোনীত প্রার্থী বরকত উল্লাহ বুলুর নির্বাচনী পরিচালনা কমিটি গঠনের সভায় মুখোশধারী একদল যুবকের হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের একলাশপুর ফাজিল মাদরাসা মাঠে এ ঘটনা ঘটে।

একলাশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহিম চুন্নু জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৫ নম্বর ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটি গঠনের জন্য স্থানীয় ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি সভার আয়োজন করেন। বিকেল ৪টার দিকে প্রায় ৩ শতাধিক নেতাকর্মী সভাস্থলে উপস্থিত হন। ঠিক সেই সময় হঠাৎ মুখোশ পরে ৫০-৬০ জন যুবক সভায় হামলা চালায়।

তিনি বলেন, হামলাকারীরা বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মোরশেদ সিরাজীকে কুপিয়ে আহত করার চেষ্টা করে। পরে তারা সভাস্থলে থাকা প্রায় ৫ শতাধিক চেয়ার ও মঞ্চ ভাঙচুর করে। যাওয়ার সময় হামলাকারীরা হুমকি দিয়ে যায়—“এখানে কোনো সভা করা যাবে না।”

হামলাকারীদের পরিচয় প্রসঙ্গে এডভোকেট চুন্নু অভিযোগ করে বলেন, তারা নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের সম্রাট বাহিনী ও খালাসি বাহিনীর সদস্য। তাদের কয়েকজনকে তিনি আদালত প্রাঙ্গণে দেখেছেন বলেও জানান। ঘটনাটি জানানো হলেও পুলিশ ঘটনাস্থলে যায়নি বলে তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস বলেন, “নির্বাচনী কেন্দ্র কমিটি নিয়ে ঝামেলা হয়েছে বলে শুনেছি। এর বেশি কিছু জানি না।”

ঘটনা বিষয়ে মন্তব্য জানতে বেগমগঞ্জ থানার ওসি এম এ বারীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow