জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্কঃ
Dec 8, 2025 - 23:41
 0  17
জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জাপানের উত্তর-পূর্ব উপকূলে রিখটার স্কেলে ৭.৬ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর উপকূলীয় এলাকাগুলোতে সুনামি সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া অধিদপ্তর (JMA)। সম্ভাব্য সুনামি ঢেউয়ের উচ্চতা তিন মিটার (প্রায় ১০ ফুট) পর্যন্ত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার বিকেলে আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের প্রায় ৫০ কিলোমিটার গভীরে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পটি ছিল অগভীর প্রকৃতির, যার কারণে কম্পনের তীব্রতা বেশি অনুভূত হয়েছে।

ভূমিকম্পের তীব্রতায় উপকূলীয় বন্দরের বিভিন্ন স্থানে ২০ থেকে ৫০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ আঘাত হেনেছে। সম্ভাব্য বড় ঢেউয়ের আশঙ্কায় উপকূলবর্তী এলাকায় বসবাসকারী মানুষকে দ্রুত উচ্চভূমিতে সরে যেতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বন্দর, মাছ ধরার ঘাট ও উপকূলীয় পরিবহন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

জরুরি উদ্ধার ও সহায়তা দল মাঠে কাজ করছে। তবে ভূমিকম্প বা ঢেউ—দুটোতেই এখন পর্যন্ত কোনো বড় ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবুও কর্তৃপক্ষ সকলকে সতর্ক থাকতে বলেছে।

জাপান চারটি প্রধান টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশটিতে নিয়মিতই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প হয়ে থাকে। ২০১১ সালের ভয়াবহ সুনামির অভিজ্ঞতার পর যেকোনো বড় কম্পনের পরপরই আগাম সতর্কতা জারি করা হয়ে থাকে।

পরিস্থিতি পর্যবেক্ষণ করছে দেশটির আবহাওয়া অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। নতুন কোনো বিপদের আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে জানানো হবে বলে জানিয়েছে তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow