সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)–এর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর মহাপরিচালকের নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্তজুড়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও টহল ব্যবস্থা জোরদার করার ফলে টানা দুই দিনে একাধিক গুরুত্বপূর্ণ মাদক ও চোরাচালানবিরোধী অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে।
৭ ডিসেম্বর রাতে আলীনগর বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার নোয়াবাদী এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার–২০১৫/৩-এস থেকে প্রায় ৪০০ গজ অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে ১৪ কেজি ভারতীয় গাঁজা এবং ৩০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৯৪,০০০ টাকা। একই দিন বিকেল ২টা ২৫ মিনিটে বিষ্ণপুর বিওপির আরেকটি টহলদল বিজয়নগর উপজেলার বিষ্ণপুর এলাকায় মালিকবিহীন অবস্থায় ৬৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে, যার মূল্য ১,০০,৫০০ টাকা। পরে রাত ১০টা ৪৫ মিনিটে আখাউড়া উপজেলার আজমপুর এলাকায় পরিচালিত আরও একটি অভিযানে ২ কেজি ভারতীয় গাঁজা ও ৫০ বোতল ইস্কফ সিরাপ জব্দ করা হয়, যার মূল্য ২৭,০০০ টাকা। এদিন সন্ধ্যায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মোহনপুর এলাকায় ধর্মঘর বিওপির টহলদল মালিকবিহীন অবস্থায় ১০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে, যার সিজার মূল্য ৩৫,০০০ টাকা।
পরদিন ৮ ডিসেম্বর ভোররাতে সরাইল ব্যাটালিয়নের ট্রানজিট ক্যাম্পের একটি টহলদল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার–২০০১/এমপি থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে এ অভিযানে ৬২৩ পিস ভারতীয় কসমেটিকস, ১,৪৩০ প্যাকেট সিগারেট, ১,৭৮২ পিস চকলেট এবং ৫৬৪ পিস কাভেরী মেহেদী জব্দ করা হয়। এসব চোরাচালান পণ্যের মোট সিজার মূল্য দাঁড়ায় ১০,২১,২৬০ টাকা।
৭ ও ৮ ডিসেম্বর পরিচালিত ধারাবাহিক অভিযানে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) মোট ১২,৭৭,৭৬০ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে। উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় চোরাচালান রোধ ও নিরাপত্তা জোরদারে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।
What's Your Reaction?
মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ