আখাউড়ায় রবীন্দ্রজয়ন্তীতে সাহিত্য-সংস্কৃতির আলোচনায় মুখর রাবেয়া খাতুন স্মৃতি পাঠাগার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজন করা হলো এক সাহিত্য-সংস্কৃতির মনোজ্ঞ আলোচনা সভা।
বৃহস্পতিবার (৮ মে) বিকেল সাড়ে ৪টায় রাবেয়া খাতুন স্মৃতি পাঠাগারের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক মানবর্দ্ধন পাল।
বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সহ-সভাপতি অরুণাভ পোদ্দার, আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক তানিয়া আক্তার, সংস্কৃতিকর্মী জামিনুর রহমান এবং পাঠাগার পরিচালনা পরিষদের সদস্য কবির হোসেন কানু।
বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কেবল একজন সাহিত্যিক নন, তিনি মানবতার কবি। তাঁর দর্শন ও সাহিত্য আজও জাতিকে দিশা দেখায়। তাঁর রচনার মাধ্যমে যেমন আত্মিক শান্তি খুঁজে পাওয়া যায়, তেমনি সমাজ-সংস্কৃতির উন্নয়নের জন্য তাঁর ভাবনা আজও সমানভাবে প্রাসঙ্গিক। বিশেষ করে কৃষক সমাজ ও গ্রামীণ উন্নয়ন নিয়ে তাঁর চিন্তা আমাদের আজও অনুপ্রাণিত করে।
আকছির এম. চৌধুরী চ্যারেটি ট্রাস্ট স্কুলের শিক্ষক তাসনিম জাহান তামান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষক শিউলী আক্তার। সভায় সভাপতিত্ব করেন রাবেয়া খাতুন স্মৃতি পাঠাগারের গ্রন্থাগারিক শিরীন আক্তার।
এমন সাহিত্য-সচেতন আয়োজন শিক্ষার্থীদের ও নতুন প্রজন্মের মাঝে রবীন্দ্রচেতনা জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।
What's Your Reaction?






