ফরিদপুরে ভাড়া বাসায় ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ফরিদপুর শহরের একটি ভাড়া বাসা থেকে সবুজ আহমেদ (৩৬) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১০টা ৩০ মিনিটের মধ্যে কোতোয়ালি থানা এলাকার একটি ভবনের ৩০১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত সবুজ আহমেদ রিচম্যান শো-রুমের ম্যানেজার ছিলেন। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামের শাহাদত হোসেন খন্দকার ও রেখা বেগমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাশের ৩০২ নম্বর কক্ষে থাকা তামীম হোসেন (২২) বাথরুম ব্যবহারের জন্য সবুজের কক্ষে যেতে গেলে দরজা ভেতর থেকে আটকানো দেখতে পান। ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে তিনি রুমমেট তাসনিম আল-শাহরিয়ার রুবাইয়াতকে (২২) ডাকেন। পরে তারা মিলে দরজার ছিটকিনি ভেঙে ভেতরে প্রবেশ করলে সিলিং ফ্যানের সঙ্গে লাইলনের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় সবুজ আহমেদকে দেখতে পান।
ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেন। কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ নিচে নামিয়ে আনে।
কোতোয়ালি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলছে।
What's Your Reaction?






