পান বিক্রি পানির দরে, চরম বিপর্যয়ে কালকিনির পান চাষীরা

আলমাস বেপারী, কালকিনি প্রতিনিধি, মাদারীপুরঃ
Aug 12, 2025 - 21:12
 0  7
পান বিক্রি পানির দরে, চরম বিপর্যয়ে কালকিনির পান চাষীরা

পান এখন বিক্রি হচ্ছে প্রায় পানির দামে—লাভ তো দূরের কথা, উৎপাদন খরচও উঠছে না। ফলে টিকে থাকাটাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মাদারীপুরের কালকিনি উপজেলার পান চাষীদের জন্য। যেখানে মৌসুমে এক বিড়া (৬৪টি পান) পানের দাম থাকার কথা ১০০ থেকে ১৫০ টাকা, সেখানে বাজারে মিলছে মাত্র ৫ থেকে ২০ টাকায়। কোথাও আবার ১ বা ২ টাকাতেও বিক্রি হচ্ছে। এমন দাম দেখে হতাশ চাষীরা ঋণ শোধ ও সংসার চালানো নিয়ে পড়েছেন দুশ্চিন্তায়।

উপজেলা কৃষি অফিস বলছে, সরকারিভাবে নতুন উদ্যোক্তা তৈরি ও পানের রপ্তানি বাড়ানো গেলে চাষীরা ন্যায্য দাম পাবেন, পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগও তৈরি হবে।

কালকিনিতে প্রায় ১৮০ হেক্টর জমিতে পান চাষ হয়। বহু কৃষকের জীবিকার একমাত্র ভরসা এই পান চাষ। গত কয়েক বছরে দাম ভালো থাকায় নতুন চাষীরা এ পেশায় যুক্ত হয়েছিলেন, কিন্তু এ বছর সবারই অবস্থা করুণ। উৎপাদন খরচ বেড়ে গেছে অস্বাভাবিকভাবে—সারের দাম, শ্রমিক মজুরি, কীটনাশকসহ নানা উপকরণের ব্যয় আকাশছোঁয়া। একেকটি বরজে উৎপাদন খরচ যেখানে প্রায় ২,৫০০ টাকা, সেখানে বিক্রি করে পাওয়া যাচ্ছে মাত্র ৫০০ টাকা, অর্থাৎ প্রতিটি বরজে গড় লোকসান প্রায় ২,০০০ টাকা।

চাষী সাইফুল বলেন, “আমার এক হাজার পানের বরজ রয়েছে। শ্রমিকের মজুরি, খাবার—সব মিলে খরচ সামাল দেওয়া যাচ্ছে না। দামের এই অবস্থা চলতে থাকলে ভয়ংকর বিপদ আসছে।”

আরেক চাষী ফয়সাল হোসেনের ভাষায়, “এভাবে চলতে থাকলে ভিক্ষার থালা হাতে নিতে হবে।” চাষী সিরাজ খলিফা বলেন, “গত বছর এক বিড়া পান ছিল ১৫০ টাকা, এ বছর ১০–২০ টাকার বেশি পাচ্ছি না। তিন মাস যদি এ দাম থাকে, দেনার দায়ে বাড়ি ছাড়তে হবে।”

আড়ৎদার সাইদুর রহমান জানান, “ব্যবসায়িক জীবনে কখনো এমন পরিস্থিতি দেখিনি। লোকসানের মুখে আমরাও আছি।”

কালকিনি উপজেলা কৃষি অফিসার মিল্টন বিশ্বাস বলেন, “সরকারি সহায়তায় নতুন উদ্যোক্তা ও রপ্তানি বৃদ্ধি সম্ভব হলে চাষীরা ন্যায্য দাম পাবেন এবং বৈদেশিক মুদ্রা আসবে।”

বিশেষজ্ঞদের মতে, চাষীদের ন্যায্য দাম নিশ্চিত করতে হলে সরকার, ব্যবসায়ী ও রপ্তানিকারকদের সমন্বিত উদ্যোগ জরুরি। না হলে আগামী মৌসুমে পান চাষে আগ্রহ হারাবে কৃষক, যার প্রভাব পড়বে দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক পানের বাজারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow