ফরিদপুরে ইজি বাইকের ধাক্কায় কিশোরের মর্মান্তিক মৃত্যু

ফরিদপুর শহরে ইজি বাইকের ধাক্কায় সন্দীপ মালোত (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল প্রায় ১১টা ৫৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শহরের রেড ক্রিসেন্ট মার্কেট এলাকা থেকে কম্প্রেসার নিয়ে রাস্তা পার হচ্ছিলেন সন্দীপ মালোত। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে পৌঁছানোর পর জরুরি বিভাগের চিকিৎসক সন্দীপকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার বিষয়ে কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
What's Your Reaction?






