৭ দিন পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি নিয়ন্ত্রণে সাত দিন খোলা থাকার পর কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৮টায় বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান।
তিনি জানান, কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার নিচে নেমে আসায় এবং রাঙ্গামাটির প্লাবিত নিম্নাঞ্চলের পানি কমে যাওয়ায় জলকপাটগুলো বন্ধ করা হয়েছে। এর আগে সোমবার (১১ আগস্ট) পানি কমে যাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসককে অবহিত করা হয়। নির্দেশনা অনুযায়ী আজ সকালেই কপাটগুলো বন্ধ করা হয়। বর্তমানে বাঁধে পানি মজুদের পরিমাণ ১০৭.৩৪ এমএসএল (মিনস সি লেভেল)।
প্রসঙ্গত, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির কারণে ৫ আগস্ট মধ্যরাতে বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খোলা হয়। পরে পানি বৃদ্ধির কারণে ধাপে ধাপে কপাটের উচ্চতা সাড়ে তিন ফুট পর্যন্ত খোলা হয়েছিল।
What's Your Reaction?






