আলফাডাঙ্গার প্রিয় মুখ সাংবাদিক কবির হোসেন অসুস্থ, দোয়া প্রার্থনা পরিবারের

নিজস্ব প্রতিবেদকঃ
Aug 12, 2025 - 12:04
 0  1
আলফাডাঙ্গার প্রিয় মুখ সাংবাদিক কবির হোসেন অসুস্থ, দোয়া প্রার্থনা পরিবারের

সবসময় হাসিমুখে মানুষের পাশে থাকা সেই প্রিয় মুখ—আলফাডাঙ্গার সাংবাদিক কবির হোসেন—এখন শয্যাশায়ী। হঠাৎ অসুস্থ হয়ে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৯ আগস্ট) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে তিন দিনেও অবস্থার উন্নতি না হওয়ায় সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেলে স্থানান্তর করা হয়।

পরিবারের ভাষ্য, কবির হোসেনের শরীরে বারবার ঝাঁকুনি, জ্বর ও মাঝেমধ্যে বমি হচ্ছে। তিনি এলাকায় সদাহাস্যজ্বল, বিনয়ী ও সদালাপী মানুষ হিসেবে সুপরিচিত।

সাংবাদিককে হাসপাতালে নেওয়ার সময় পরিবারের সদস্যরা কান্নাজড়িত কণ্ঠে তার দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। মানবজমিন পত্রিকার আলফাডাঙ্গা প্রতিনিধি আলোমগীর কবির বলেন, “কবির ভাই খুবই অসুস্থ। তাকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে এবং সেখানে চিকিৎসা চলছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow