গণভোট-২০২৬: নগরকান্দায় ‘ভোটের গাড়ি’ নিয়ে জনসচেতনতামূলক শোভাযাত্রা
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আসন্ন ‘গণভোট-২০২৬’ উপলক্ষে সাধারণ ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রচারণা কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে সজ্জিত ‘ভোটের গাড়ি’ নিয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শোভাযাত্রা ও প্রচারণা চালানো হয়।
নগরকান্দা উপজেলার এম এন একাডেমি মাঠে এই জনসচেতনতামূলক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সুসজ্জিত ভোটের গাড়িটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মাইকিং ও প্রচারণার মাধ্যমে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করা হয় এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরে গণভোটে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে উপস্থিত থেকে নেতৃত্ব দেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরাজ শারবীন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “গণভোট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। দেশের ভবিষ্যৎ নির্ধারণে প্রতিটি নাগরিকের সচেতনভাবে ভোট প্রদান করা নৈতিক দায়িত্ব। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সচেতন অংশগ্রহণই একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পারে।”
উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, আসন্ন গণভোট সুষ্ঠু ও সফল করার লক্ষ্যে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
What's Your Reaction?
শফিকুল ইসলাম মন্টু, স্টাফ রিপোর্টারঃ