ফরিদপুর-৪ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজ
ফরিদপুর-৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা সরোয়ার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) এই শোকজ নোটিশ প্রদান করা হয়। নোটিশটি প্রদান করেন মোহাম্মদ রুহুল আমিন, সিভিল জজ, ফরিদপুর এবং নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি, জাতীয় সংসদীয় আসন-২১৪ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
নোটিশে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রণীত নির্বাচনী আচরণ বিধিমালা, ১৯৯২ এবং জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ (সংশোধিত)-এর একাধিক ধারার সুস্পষ্ট লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ অনুযায়ী, মাওলানা সরোয়ার হোসেন নির্বাচনী প্রচারণাকালে অনুমোদনহীনভাবে নির্দিষ্ট বিধি লঙ্ঘন করে কার্যক্রম পরিচালনা করেছেন বলে তদন্তে প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে। বিষয়টি নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হওয়ায় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এই শোকজ নোটিশ জারি করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়, প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা প্রদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব প্রদান করতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে নির্বাচন আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা সরোয়ার হোসেনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর জেলার বিভিন্ন আসনে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালনে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে রয়েছে। নিয়ম লঙ্ঘনের অভিযোগে এর আগেও একাধিক প্রার্থী ও নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
What's Your Reaction?
নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ