ভাঙ্গায় হেলেনা ফাউন্ডেশনের উদ্যোগে কৃষকদের মাঝে উপকরণ বিতরণ ও সম্মাননা প্রদান

সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jan 9, 2026 - 17:17
 0  12
ভাঙ্গায় হেলেনা ফাউন্ডেশনের উদ্যোগে কৃষকদের মাঝে উপকরণ বিতরণ ও সম্মাননা প্রদান

ফরিদপুরের ভাঙ্গায় হেলেনা ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের আব্দুল্লাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কৃষিক্ষেত্রে বিশেষ অবদান ও উদ্ভাবনী প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ এলাকার অর্ধশতাধিক কৃষককে এই অনুষ্ঠানে সম্মানিত করা হয়। তাদের হাতে কৃষি উপকরণ ও সম্মাননা পদক তুলে দেন অতিথিরা।

হেলেনা ফাউন্ডেশনের চেয়ারম্যান মালিয়া আক্তারের সভাপতিত্বে এবং মিজান খালাসির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম এবং নাছিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর খান।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফজলে সোবাহান শামীম ও মো. আলমগীর কবিরাজ, সাবেক চেয়ারম্যান মো. শাজাহান খান, বিশিষ্ট ব্যবসায়ী হাজী ইদ্রিস আলী মাতব্বর, যুবদল কেন্দ্রীয় নেতা রাসেল মিয়া, বিএনপি নেতা আইয়ুব মুন্সী, নাছিরাবাদ ইউনিয়ন বিএনপি নেতা মোশারফ তালুকদার, হেলাল মাস্টার, আতিকুল ইসলাম মওলা, মিরাজ মাতুব্বর, মো. শাহাদাত বেপারী, আবুবক্কার মাতুব্বর, রবিন খান, মো. ইউসুফ খান, কামাল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম খান বাবুল বলেন, "মানুষ তার কর্মের মাধ্যমেই বেঁচে থাকে। যশ, খ্যাতি, সম্পদ, অহমিকা বা ক্ষমতার দম্ভ—এসব কিছুই চিরস্থায়ী নয়; মৃত্যুর পর কেবল মানুষের ভালো কাজেরই মূল্যায়ন হয়।"

তিনি হেলেনা ফাউন্ডেশনের প্রশংসা করে বলেন, "এলাকায় অনেক বিত্তবান ও প্রভাবশালী ব্যক্তি থাকলেও হেলেনা ফাউন্ডেশন আজ যেভাবে কৃষকদের সম্মানিত করল, তা এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।" তিনি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow