আলফাডাঙ্গায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে গরু চোরাই চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় গরু চোরাই চক্রের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার গোপালপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ গরু চোরাই সিন্ডিকেটের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি হওয়া ছয়টি গরু উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—গোপালপুর টিটিসি ভবনের পাশের এলাকার বাসিন্দা ও গরু চোরাই চক্রের মূল হোতা জয়নাল (৪২), মহাসিন (৪৮), বাজড়ার ইয়াদ আলী (৪৭), সাদ্দাম (৪২) এবং আলফাডাঙ্গা গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম (৫৩)।
এ বিষয়ে ফরিদপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন,একাধিক গোপন তথ্য ও প্রমাণের ভিত্তিতে আমরা নিশ্চিত হই যে একটি সংঘবদ্ধ গরু চোরাই সিন্ডিকেট দীর্ঘদিন ধরে আলফাডাঙ্গাসহ বিভিন্ন উপজেলায় সক্রিয় রয়েছে। পরিকল্পিত অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত গরুগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন,গরু চোরাইসহ যেকোনো সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের প্রথমে আলফাডাঙ্গা থানায় নেওয়া হয়। পরে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে তাদের ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
What's Your Reaction?
কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ