কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন শুরু কাল

আলী আকবর শুভ, কুবি প্রতিনিধি, কুমিল্লাঃ
Jan 8, 2026 - 17:03
 0  5
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন শুরু কাল

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) এই প্রথমবারের মতো আন্তর্জাতিক পরিসরে বিজ্ঞানভিত্তিক গবেষণা সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিজ্ঞান অনুষদের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইন সায়েন্সেস (আইসিএমআরএস–২০২৬)’ আগামীকাল শুক্রবার (৯ জানুয়ারি) শুরু হচ্ছে, যা চলবে শনিবার (১০ জানুয়ারি) পর্যন্ত।

‎বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন আয়োজকরা। 

‎আয়োজকরা জানান, এবারের সম্মেলনে দেশ ও বিদেশ থেকে মোট ২৭০টি গবেষণা অ্যাবস্ট্রাক্ট জমা পড়েছে। এর মধ্যে ১৪৮টি মৌখিক (ওরাল) প্রেজেন্টেশন এবং ১০৩টি পোস্টার প্রেজেন্টেশন উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে।

‎এছাড়াও সম্মেলনে ১৩টি মূল প্রবন্ধ (কি-নোট পেপার) উপস্থাপিত হবে এবং ৫টি প্লেনারি টক অনুষ্ঠিত হবে। এসব সেশনে দেশি ও বিদেশি খ্যাতনামা বিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদরা অংশগ্রহণ করবেন।

‎সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে (বার্ড)। উদ্বোধনী পর্বে একটি প্লেনারি টক অনুষ্ঠিত হবে। এরপর সম্মেলনের সকল একাডেমিক ও গবেষণাভিত্তিক কার্যক্রম কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিজ্ঞান অনুষদ ভবনে অনুষ্ঠিত হবে।

‎সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।

‎এছাড়াও সম্মেলনের কনভেনর হিসেবে দায়িত্ব পালন করছেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ এবং কনফারেন্স সেক্রেটারি হিসেবে রয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow