বিএনপি অফিস ভাঙচুরের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
May 10, 2025 - 00:33
 0  4
বিএনপি অফিস ভাঙচুরের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন
বিএনপি অফিস ভাঙচুরের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

ফরিদপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডে বিএনপি অফিস ভাঙচুরের প্রতিবাদে শুক্রবার (৯ মে) বিকেল ৫টায় চরকমলাপুর রাস্তায় আধাঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ মানববন্ধনে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

প্রতিবাদী কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, গত ২ মে (শুক্রবার) বিকেল ৫টায় সাবেক ছাত্রলীগ নেতা অভিকের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী ২১ নম্বর ওয়ার্ডের বিএনপি কার্যালয়ে হামলা চালায়। তারা অফিসে প্রবেশ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও নায়েবা ইউসুফের ছবি ছিঁড়ে ফেলে এবং গুরুত্বপূর্ণ ফাইলপত্র ও আসবাবপত্র তছনছ করে।

বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “বিগত ১৭ বছরে ছাত্রলীগের নেতাকর্মীরা বিরোধী দলের ওপর ধারাবাহিকভাবে জুলুম-নির্যাতন চালাচ্ছে। এবার এসব অত্যাচার সহ্য করা হবে না। আমরা তাদের প্রতিহত করব।”

বক্তারা অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে ২১ নম্বর ওয়ার্ডের সাধারণ জনগণ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow