আশুলিয়ায় রুবেল হত্যা মামলায় মূলহোতা আমজাদসহ দুইজন গ্রেফতার

মোঃ শামীম আহমেদ, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ
May 10, 2025 - 13:32
 0  5
আশুলিয়ায় রুবেল হত্যা মামলায় মূলহোতা আমজাদসহ দুইজন গ্রেফতার

আশুলিয়ার পাড়াগ্রাম এলাকায় চাঞ্চল্যকর রুবেল মন্ডল (৪০) হত্যা মামলার অন্যতম মূলহোতা আমজাদ মন্ডল (৪৫) এবং তার সহযোগী জুয়েল (৩৬) কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব-৪ সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে শুক্রবার (৯ মে) সন্ধ্যায় ধামরাই থানাধীন কালামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

নিহত রুবেল মন্ডল (৪০) আশুলিয়ার পাড়াগ্রাম দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা নায়েব আলী মন্ডলের ছেলে। ভিকটিম তার বড় ভাইয়ের মাছের ঘের, ঝুট ও বালুর ব্যবসা দেখাশোনা করতেন। বেশ কিছুদিন ধরে ধৃত আমজাদ ও জুয়েলের সঙ্গে রুবেলের মাছের ঘের নিয়ে বিরোধ চলছিল।

গত ৭ মে সকালে মাছের ঘের সংক্রান্ত বিরোধের মীমাংসার কথা বলে আমজাদ ও জুয়েল রুবেলকে পাড়াগ্রামের একটি অফিসে ডেকে নেয়। সেখানেই তাকে কৌশলে তার মাছের ঘেরের পাড়ে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

স্থানীয়রা রুবেলের লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে নিহতের স্ত্রী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পরপরই র‌্যাব-৪ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ধামরাইয়ের কালামপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে র‌্যাবের সিপিসি-২ টিম আমজাদ ও জুয়েলকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।

এই হত্যাকাণ্ডকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow